Home / জাতীয় / রাজনীতি / নির্বাচনে জাপা সক্ষমতার প্রমাণ দিয়েছে
Arsad

নির্বাচনে জাপা সক্ষমতার প্রমাণ দিয়েছে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। রংপুরবাসী সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নিয়েছেন। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শুক্রবার রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, মোস্তফার জনপ্রিয়তাই প্রমাণ করেছে তিনি কতটা যোগ্য। এই জয়ে সারাদেশে জাতীয় পার্টির জোয়ার বইবে। এ নির্বাচনের মাধ্যমে দলের সামর্থ্য প্রমাণিত হয়েছে। লাঙল দুর্গে কেউ হানা দিতে পারবে না তার প্রমাণও এই জয়ে হয়েছে।

নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
এএস