চাঁদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কোনো প্রার্থীর প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী প্রচারণা বিষয়ে সরকার ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। এই নির্বাচনে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সমন্বিত ভূমিকা থাকতে হবে। তিনি সকল সামাজিক সংগঠনকে নির্বাচনের বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচনে আপনারা আপনাদের ক্ষমতার যথাযথ প্রয়োগ করবেন। নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘন করলে সে যেই হোক বা যত বড় দলই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। নির্বাচন শতভাগ সফল করতে যা যা প্রয়োজন, সবই করা হবে। তিনি গ্যাস সংকট প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং বলেন, এটি নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্রও হতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। তিনি বলেন, গত এক মাসে চাঁদপুর জেলায় কোনো হত্যাকাণ্ড ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। চাঁদপুর শহরের যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নির্বাচনে আইনশৃঙ্খলার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা আমির অ্যাডভোকেট শাহাজাহান খান। এ সময় চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার/
১১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur