নির্বাচনে আচরনবিধি যেন লঙ্ঘন না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা ও জনবান্ধব রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন সৎ ও সাহসী নেতা। তার সংগ্রামী জীবন এবং দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, গনতন্ত্র পুর্নঃউদ্ধার ও মানুষের জন্য জিয়া পরিবার সবসময় কাজ করে গেছেন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আর্দশকে ধারণ ও লালন করে তারেক রহমান যেন দলকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য সকলে দোয়া করবেন। নির্বাচনে আচরন বিধি যেন লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৬