Home / জাতীয় / রাজনীতি / নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন
নির্বাচনে

নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফের মাহফিলে এ ঘোষণা দেন দলটির আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রেজাউল করীম বলেন, ‘২০১৪-১৮ সালে আমরা দেখেছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। দলীয় সরকারের অধীনে এই নির্বাচনও সুষ্ঠু হবে না। তাই আমাদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

এ সময় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না।

মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম প্রমুখ।

টাইমস ডেস্ক/ ২৩ নভেম্বর ২০২৩