Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : আজম খান
নির্বাচনের

নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : আজম খান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার‌ শাহমাহমুদপুর ইউনিয়নে এ কার্যক্রম করে বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খান।

পথ সভায় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি দেশের গণতান্ত্রিক ভিত্তি সুসংহত করেছিলেন। গত ৫ আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। তবে এখনও পূর্ণ অর্থে সেই গণতন্ত্র ফিরে পাইনি, কারণ এর জন্য আমাদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। সেই নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

তিনি ইউনিয়নের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আমরা আশা করি ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোটের মাধ্যমে নির্যাতন থেকে মুক্তি পাব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর ফ্যাস্টিট সরকারের সময় অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর যথাযথ চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি। আমরা বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে আবারও এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব।”

বক্তব্যে তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তাই দয়া করে কেউ দলের ভেতরে বিভাজন সৃষ্টি করবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও জেলা জাসাস এর সাবেক আহ্বায়ক এমদাদুল হক মিলন, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খান, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলিউল্লাহ পাটোয়ারী, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমিন সুমন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এসময় তিনি নেতাকর্মীদের সাথে হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে। এবং আগামীর বাংলাদেশ নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১৯ আগস্ট ২০২৫