জাতীয়

নির্বাচনের ট্রেলার দেখেছেন, পিকচার এখনও বাকি

আসন্ন ‍নির্বাচনে যেসব পৌরসভায় বিএনপির যেসব প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচন থেকে দূরে রাখছে সরকার। এমনকি বিএনপির অনেক প্রার্থীদের মনোনয়নও জমা দিতে দেয়া হয়নি। তবে পৌর নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনরা যা দেখাচ্ছে তা ট্রেলার মাত্র, পিকচার এখনও অনেক বাকি আছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টি আয়োজিত ‘৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি বার্ষিকী কাউন্সিল-২০১৫’ শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা একেক নির্বাচনে একেক কৌশল ও ষড়যন্ত্র অবলম্বন করছে। পৌর নির্বাচনের জন্যও ক্ষমতাসীনরা ইতিমধ্যে কৌশল ও ষড়যন্ত্র তৈরি করেছে। আর সরকারের এই ষড়যন্ত্র ও কৌশল বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে ঠিক একইভাবে পৌরনির্বাচন অনুষ্ঠিত হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান কখনো সভা করে অথবা প্রবন্ধ লেখে পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে রাজপথে। তাই বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানও রাজপথে করতে হবে।’

তিনি বলেন, ‘দেশ আজ দুবৃত্তদের হাতে চরে গিয়েছে। আমরা এর পরিবর্তন চাই। আর কল্যাণ পার্টি আর এই পরিবর্তনের ম্যাসেজ নিয়েছে। যে পরিবর্তনের কথা আমরা সবাই মর্মে মর্মে উপলদ্ধি করি।’

মেজর হাফিজ বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হতাশ করার জন্য নানান ধরনের কথা বলা হচ্ছে। তবে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ খুব শিগগিরই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আর সেটা অবশ্যই রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘পৌরনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না সেটা আমরা জানি। তবে অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার চেষ্টা করবো।’

এরআগে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ৮ম ত্রি-বার্ষিকী কাউন্সিলে দলের নতুন কমিটি ঘোষণা করেন।

এতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককেই পুনরায় চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুল রহমানকে পুনাঙ্গ মহাসচিব করে ৮৮ জনের একটি কমিটি ঘোষণা করা হয়। তবে প্রাথমিকভাবে ৪১ জনের নামের তালিকা ঘোষণা করা হলেও বাকি নামগুলো গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে বলে দলে পক্ষ থেকে জানানো হয়।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কল্যাণ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৪৪ পিএম,০৫ ডিসেম্বর ২০১৫, শনিবার

এমআরআর  

Share