Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ‘নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচন চাই’
নির্বাচনের

‘নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচন চাই’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচনের দাবী জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রাার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন। তিনি আজ রোববার (২০ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ তৈরি করে নির্বাচন দিতে হবে অন্যথায় বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের মাধ্যমে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।

এসময় মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচএম রবিউল আলম, মতলব পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জসিম উদ্দিন প্রধান, মতলব পৌরসভার নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ,সহ মতলব উত্তর উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৫