Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান মিন্টু
নির্বাচনে

শাহরাস্তি উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান মিন্টু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। বর্তমান প্রচার-প্রচারণায় তুঙ্গে রয়েছেন তিনি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার কর্মী সমর্থকরা।

১৯৮৮ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু। বর্তমানে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।পাশাপাশি কর্মদক্ষতার গুনে সদস্য হিসেবে বর্তমানে নিয়োজিত রয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগে।

একাধিক গুনে গুণান্বিত ও রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তিত্ব মোঃ কামরুজ্জামান মিন্টু ছাত্রনেতা থেকে জননেতা হয়ে ওঠার মধ্যবর্তী সময়ে পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ-পদবীতে রয়েছেন তার মধ্যে রয়েছে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তার সুনাম,যশ।অত্যন্ত সততা ও বিচক্ষণতার সাথে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন উপজেলার সুয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের।

২০১৮ সালে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেও মনোনয়ন পান তিনি। চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়ে কয়েকদিনের মধ্যেই তিনি শাহরাস্তি উপজেলাকে নতুন আলোয় আলোকিত করে তোলেন।

গেল কয়েক যুগ ধরেই ইউপি হতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নিরলস মাঠে কাজ করেছেন কামরুজ্জামান মিন্টু। আওয়ামী লীগ পরিবারের সন্তান ও রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত মোঃ কামরুজ্জামান মিন্টু এবারও দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের ষাটোর্ধ আব্দুর রশিদ বলেন, কামরুজ্জামান মিন্টু উপজেলা আওয়ামী লীগের জন্য একটি আশ্রয়স্থল। তাকেই আওয়ামী লীগ মনোনয়ন দেবে আমি বিশ্বাস করি।

মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার অনুপ্রেরণায় মূল সংগঠনের নেতাদের দিকনির্দেশনায় দলের জন্য অনবরত কাজ করে চলছি, আমি পদের জন্য দল করি না। কাজেই চাওয়া পাওয়া বলতে আমি কিছুই বুঝি না। তবে দলের কর্মী হিসেবে আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে উপজেলাবাসীর খেদমতে নিজেকে সর্বদাই বিলিয়ে দেব ইনশাআল্লাহ।

প্রতিবেদক: মো.জামাল হোসেন, ৪ সেপ্টেম্বর ২০২১