নির্বাচনী লিফলেট তুলে দিলেন আহসান উল্লাহ
চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনভর তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে উজ্জীবিত হয়ে আউলিয়ায়ে কেরামের আদর্শে সুফিবাদী সমাজ কায়েমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি মার্কায় ভোট দিতে আহ্বান জানান।
মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ শনিবার দিনের শুরুতে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন। চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। প্রার্থীর সাথে দলের নেতা-কর্মী এবং স্থানীয় কিছু জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেয়। প্রার্থী আহসান উল্লাহ ‘চাঁদপুর ও হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা’ শিরোনামে তাঁর নির্বাচনী লিফলেট জনগণের হাতে তুলে দেন। যেখানে রয়েছে চাঁদপুর-হাইমচরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়াসহ নানা উন্নয়ন পরিকল্পনা। এ সময় তিনি বলেন, দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে চাঁদপুরকে গড়ে তোলা হবে। যেখানে থাকবে সম্প্রীতির বন্ধন। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখল, মব সন্ত্রাস, মাদক এসব সকলে মিলে প্রতিরোধ করতে হবে। দল-মত যাই থাকুক এসব সামাজিক অপরাধ ও অনাচারের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
১৫নং ওয়ার্ডের জিটি রোড, বিষ্ণুদী রোডসহ প্রতিটি মহল্লা এবং তরপুরচণ্ডী ইউনিয়নের তেঁতুলতলা, কাশিমবাজার, আনন্দ বাজারসহ আরও বেশ কিছু এলাকায় গণসংযোগ করা হয়। এসব এলাকার বাজার, দোকানপাট ছাড়াও কিছু বাড়িতে গিয়ে মা-বোনকে মোমবাতিতে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
মোমবাতির প্রার্থী আহসান উল্লাহর সাথে দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুন্নাফ তালুকদার, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আলম মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৪ জানুয়ারি ২০২৬