‘নির্বাচনী আইন-কানুন মেনেই সবাইকে প্রচার-প্রচারণা চালাতে হবে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রতীক গ্রহণ করেছেন।
২১ জানুয়ারি বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কাছ থেকে তিনি এই প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সকাল থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। প্রতীক গ্রহণ শেষে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলসহ পুরো শহর প্রদক্ষিণ করেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চাঁদপুর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা।
এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকে আমরা মার্কা পেয়েছি। আপনারা সবাই মার্কা নিতে এসেছেন। আপনাদের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তবে আমাদের একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করতে হবে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনের মাঠে সব দলের প্রার্থী সমান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেন, নির্বাচনী আইন-কানুন মেনেই প্রচার-প্রচারণা চালাতে হবে। প্রতি ওয়ার্ড ও ইউনিয়নে আমাদের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা রয়েছেন, যারা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা চাই চাঁদপুর-৩ আসনে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করাই আমাদের অঙ্গীকার।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আজ সেই কাঙ্ক্ষিত সময় আমাদের সামনে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ বিরক্ত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ অনুসরণ করেই আমাদের রাজনীতি করতে হবে।
প্রতীক বরাদ্দকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ রাশেদা বেগম হীরা, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদস্য মাহবুবুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতীক গ্রহণ ও শোডাউনকে ঘিরে চাঁদপুর-৩ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
স্টাফ রিপোর্টার
২১ জানুয়ারি ২০২৬