তরপুরচন্ডীতে নির্বাচনী সহিংসতায় আহত ১৫

চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের দুটি কেন্দ্রে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ মেম্বার প্রর্থী সমর্থকদের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে ঘটনার সাথে সাথে প্রশাসনের কঠোর ভূমিকা থাকায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়েছেন সেখানেই তাৎক্ষনিক, র‌্যাব,পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেটগন ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।

১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে চাঁদপুর সদরের ৯ টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডে হঠাৎ করেই ভোট কেন্দ্রের শান্ত পরিবেশ অশান্ত হয়ে পড়ে।

প্রথমে সকাল ৯ টার দিকে তরপুরচন্ডী ৯নং ওয়ার্ডের আব্দুল আউয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী মোস্তফা মাল ও মেম্বার প্রার্থী মোরশেদ আলম কবিরের কর্মী সমর্থকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়ে মহড়া শুরু হয়। এসময় ভোটাররা দিকবিদিক ছুটাছিটি করতে গিয়ে অনেক ভোটাররা কমবেশি আহত হয়। তবে মেম্বার প্রার্থী মোস্তফা মালের কর্মীদের অভিযোগ মেম্বার প্রার্থী মোরশেদ আলম কবিরের কর্মীরা তাদেরকে মারধর করে ভোটারদের ভোট দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

অপরদিকে সাড়ে ১১ টার দিকে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ৬৫ নং তরপুরচন্ডী সরকারি (বাঁশিস্কুল) প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোড়ক প্রতীকের মেম্বার প্রার্থী মজিবুর রহমান গাজী লোকজন হঠাৎ করেই বিভিন্ন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফুর রহমান সাইমুনের কর্মীসর্থকরা তাদেরকে উল্টো ধাওয়া করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত করে উল্লেখিত ২ মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উপস্থিত ধাওয়া-পাল্টা ধাওয়া কারীর উভয় পক্ষের অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

একই সাথে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ-বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের শব্দ শুনে উপস্থিত ভোটাররা ভোট না দিয়েই কেন্দ্র ত্যাগ করেন।

তবে সরেজমিনে দেখা গেছে ওই ইউনিয়নের যে সকল কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেখানে তাৎক্ষণিক প্রশাসনের লোকজন ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।

স্টাফ করেসপন্ডেট, ১১ নভেম্বর ২০২১

Share