রাজনীতি

নির্বাচনী মাঠে নামলে আওয়ামী লীগ টিকবে না

বিএনপি নির্বাচনী মাঠে নামলে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘যে বাঁধ সরকার সৃষ্টি করেছেন, আমি মনে করি, তারা দিবাস্বপ্ন দেখছেন। এই বাঁধ সৃষ্টি করে শেষ পর্যন্ত একদলীয়ভাবে একটা নির্বাচন করে ফেলতে পারবেন- সেটা এবার সম্ভবপর হবে না।’

‘আমি বলে রাখি, বিএনপি নির্বাচনী মাঠে নামলে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে। একবার মাঠে নামলে যে গণজোয়ার সৃষ্টি হবে, আওয়ামী লীগ তখন আমাদের সামনে টিকে থাকতে পারবে না।’

সংবিধানে না থাকার পরও নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন মওদুদ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন-এটা খুব ভালো কথা। আমি বলব, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বলে আমাদের সংবিধানে কোনো কিছু নাই অর্থাৎ তিনি সংবিধান থেকে একটু বেরিয়ে এসেছেন। তাহলে এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে।’

মওদুদ আহমদ আরো বলেন, ‘নির্বাচনকালীন সরকার যেহেতু সংবিধানে নেই তাহলে আমরা ধরে নেব- সংবিধানের বাইরে এসে তিনি একটা নির্বাচনকালীন সরকারের কথা চিন্তা করছেন। যদি তাই হয়, আমরা অবশ্যই তাকে স্বাগত জানাব, সহযোগিতা করব। তখন সকলে মিলে একটা সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’

গণজোয়ারের ভয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার জন্য একাদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করবে বলে মন্তব্য করে এ ব্যাপারে সবাইকে সর্তক থাকারও আহ্বান জানান মওদুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমে। সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন প্রমুখ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
এএস

Share