মতলব উত্তর

নির্বাচনী দায়িত্ব অবহেলার অভিযোগে মতলব উত্তর থানার ওসি প্রত্যাহার

নির্বাচনী দায়িত্ব অবহেলার অভিযোগে মতলব উত্তর থানার ওসি প্রত্যাহার

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহার করে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গণমাধ্যমের কাছে এর সত্যতা স্বীকার করেছেন।

বিভিন্ন সুত্র থেকে জানা যায়, ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে হাইকোর্টের নির্দেশে বহাল হওয়া বিএনপি দলীয় মেয়র প্রার্থী সারওয়ারুল আবেদীন খোকন এর উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা বহাল হওয়ার আদেশনামা জমা প্রদানে অসহযোগিতা করা এবং একটি বিশেষ দলের একজন মেয়র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ওই অফিসার ইনচার্জ বিধি বহির্ভুত আচরণ ও ক্ষমতা প্রদর্শন করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হলে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওসিকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৯:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর  

Share