ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনেই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জমে উঠেছে নির্বাচনী উৎসব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রার্থীদের গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠ হয়ে ওঠে সরব ও প্রাণব।
প্রচার-প্রচারণার প্রথম দিনেই মাঠে সক্রিয় দেখা গেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের এমএ হান্নান এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজিকে।

এদিন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জ পৌর এলাকা ও বালিথুবা পশ্চিম ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
একই দিনে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান বালিথুবা পূর্ব ইউনিয়নে সাবেক প্রয়াত সংসদ সদস্য আলমগীর হোসেন খানের কবর জিয়ারত করেন। পরে তাঁর সমর্থনে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫ থেকে ৭ হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে।
অপরদিকে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। একই সময়ে রূপসা দক্ষিণ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের সমর্থনে একাধিক গণমিছিল ও প্রচারণা চালানো হয়।
এছাড়াও ফরিদগঞ্জ বাজার এলাকায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়।
প্রচার-প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের এমন সরব উপস্থিতিতে ফরিদগঞ্জের নির্বাচনী পরিবেশ নতুন মাত্রা পেয়েছে। দিন যত এগোবে, নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur