গণমাধ্যমের সঙ্গে ইসির নির্বাচনি সংলাপ সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সোমবার ৬ অক্টোবর গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। ৫ অক্টোবর ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো.আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আশাদুল হক জানান,৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় টেলিভিশন মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
ইসি জানায়, তারা নিশ্চিত করতে চায় যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এ লক্ষ্যে সকল রাজনৈতিক দল,শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক ও পর্যবেক্ষকের মতামত ও সহযোগিতা অপরিহার্য।
প্রসঙ্গত ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু হয় এবং সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত কার্যক্রমে বাস্তবায়ন করা হবে।
৫ অক্টোবর ২০২৫
এ জি