Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে ফরিদগঞ্জে বিচারিক কমিটির পরিদর্শন
নির্বাচনি

নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে ফরিদগঞ্জে বিচারিক কমিটির পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ) আসনে সরেজমিন পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ বিচারক সবুজ হোসেন। এ সময় তাঁর সঙ্গে বিচারিক কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের একটি দায়িত্বপ্রাপ্ত টিম উপস্থিত ছিল।

পরিদর্শনকালে বিচারিক কমিটি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান-স্কুল ও কলেজ, জনসমাগমপূর্ণ বাজার, সড়ক ও নির্বাচনীভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় তাঁরা নির্বাচনী পরিবেশ, প্রচারণার বর্তমান অবস্থা, নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের চিত্র, ভোটারদের স্বাভাবিক চলাচল ও নির্ভয়ে মতপ্রকাশের সুযোগ রয়েছে কি না-এসব বিষয় সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শন চলাকালে বিচারিক কমিটির সঙ্গে থাকা সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। তাঁদের উপস্থিতিতে এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার অনুভূতি সৃষ্টি হয়।

এ সময় বিচারিক কমিটি সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

 মতবিনিময়কালে ভোটাররা নির্বাচন ঘিরে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ, প্রভাবমুক্ত নির্বাচন এবং আচরণবিধির কঠোর বাস্তবায়নের বিষয়ে জোর দেন তাঁরা।

বিচারিক কমিটির পক্ষ থেকে উপস্থিত জনগণকে নির্বাচনি আইন ও আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন কিংবা অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচারিক কমিটির কাছে উপস্থাপনের জন্য আহ্বান জানানো হয়।

বিচারিক কমিটির এই পরিদর্শন কার্যক্রমে ফরিদগঞ্জে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ জানুয়ারি ২০২৬