সময়টা ১৯৯৩ সাল। আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার শততম দিন। তখন তো নিজ দায়িত্ব আর বিশ্বের সবচেয় ক্ষমতাধর দেশের প্রধান হওয়ায় বুঁদ হয়ে থাকার কথা।
অথচ সেদিনই কিনা দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসে প্রথম ‘ফার্স্ট হাজবেন্ডে’র কথা ভেবেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট!
কিছুটা অবিশ্বাস্য হলেও এমনই একটি খবর প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সম্প্রতি ১৯৯৩ সালের মে মাসের একটি ভিডিও ক্লিপস প্রকাশ করেছে পত্রিকাটি। যেখানে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শততম দিনে এক সাক্ষাৎকারে প্রথম মহিলা প্রেসিডেন্ট ও প্রথম ফার্স্ট হাজবেন্ড’র আলোচনা করেছিলেন মি. এবং মিসেস ক্লিনটন।
আমেরিকায় নারী নেতৃত্ব প্রশ্নে সাংবাদিক ব্রোকার প্রেসিডেন্ট ক্লিনটনকে প্রশ্ন করেন, ‘কবে ফার্স্ট হাজবেন্ড দেখা মিলবে?’
এ প্রশ্নে মুচকি হেসেই ক্লিনটনের সোজা সাপ্টা জবাব ছিলো, ‘অচিরেই। এটা হয়তো আমার জীবদ্দশাতেই সম্ভব হবে।’
সত্যিই কী এবার ক্লিনটনের সেই কথা বাস্তব হতে যাচ্ছে! শুধুই কী তা বাস্তবতা বা দেখাই! উত্তরটাও তার সেই জবাবের মতো সোজা সাপ্টাই হবে- না। কারণ উত্তর তিনি নিজেই!
এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয়ী হলে গত ২৪০ বছরের মার্কিন ইতিহাস ভেঙে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি।
আর ‘ফার্স্ট হাজবেন্ড’ বা ‘ফার্স্ট জেন্টেলম্যান’ হবেন সেই ক্লিনটন। যিনি ৪২তম প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur