এবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেয়া হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে এ প্রচারণা চালাবেন শিক্ষকরা।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক,জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির চিঠির নির্দেশনা অনুযায়ী গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেট বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
৬ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur