দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা-সংশ্লেষবিহীন সভা-সমাবেশ ও মিছিলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।
কোমলমতি শিক্ষার্থীরা এসব কর্মকাণ্ডে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করছে সরকার। পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে,শিক্ষার্থীদের শ্রেণিমুখী ও শিক্ষামুখী রাখতে কো-কারিকুলার কার্যক্রমে তাদের ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি ও সহ-শিক্ষা কার্যক্রম জোরদারে ব্যবস্থা নেবেন।
এ লক্ষ্যে একটি নমুনা কো-কারিকুলার কার্যক্রমের তালিকাও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বিশ্লেষক মনে করেন,‘এ সিদ্ধান্তের পেছনে চলমান ছাত্র রাজনীতির প্রভাব রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের পরবর্তী ধারাবাহিকতায় শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতনতায় সক্রিয় হয়ে উঠেছে।’
তবে সরকার বলছে, এ পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ। এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
৩০ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur