প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (৫ অক্টোবর) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে নির্দেশনায় বলা হয়,‘করোনার জন্য দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকে। এরপর ১২ সেপ্টেম্বর তা পুনরায় চালু হয়েছে।
এক্ষেত্রে সবার স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে সচেষ্ট থাকবে।’এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের জন্য নির্দেশনা
১. প্রতিদিন শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার,হ্যান্ড গ্লাভস,সাবান,স্যাভলন,জীবাণুনাশক,ডাস্টার (কাপড়ের) সরবরাহ করতে হবে।
২. ‘কোনো কাজই ছোট নয়’-বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সেজন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করবেন।
বার্তা কক্ষ , ৭ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur