দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা ও প্রতিটি বিভাগে নদী দখলদারদের তালিকা আগামি ৬ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২১ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অর্থ মন্ত্রণালয়ের সচিব,পানি উন্নয়ন বোর্ড এবং সকল জেলা প্রশাসককে ৬ মাসের মধ্যে নদীর তালিকা ও নদী দখলকারীদের তালিকা জমাদানের নির্দেশ দিয়েছেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।
এর আগে দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা,তুরাগ নদীর সীমানা পুনরুদ্ধার ও প্রতিটি বিভাগে নদী দখলকারীদের তথ্য জানার নির্দেশনা চেয়ে রিট দায়ের করে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা।
রিটে থাকা তথ্যে বলা হয়েছে,নদীর সংখ্যা নিয়ে একেকটি পক্ষের একেক হিসাব রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে,দেশে নদীর সংখ্যা ৪ শ ৫টি। নদী রক্ষা কমিশনের হিসাবে ৭ শ ৭টি নদী আছে বাংলাদেশে। তবে বেসরকারি গবেষণায় ১ হাজার ১ শ ৮২টি নদীর কথা বলা হয়েছে। তাই নদীর সঠিক তালিকা ও অন্যান্য নির্দেশনা চেয়ে বেলা এ রিট দায়ের করে।
বার্তা কক্ষ,২১ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur