রোববার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি যথাযথভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু ও সকাল সাড়ে ১১টায় কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের চাঁদপুর জেলা আহ্বায়ক এম এ লতিফ। আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সদস্য সচিব মো. শওকত করিম।
এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্র্বাচিত হওয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার (২০ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এম এ লতিফ, সদস্য সচিব মো. শওকত করিম, সদস্য কে এম মাসুদ, মুহাম্মদ আব্দুর রহমান, এস এম সোহেল, মোসাদ্দেক আল আকিব, মো. শাহ আলম প্রমুখ।
প্রসঙ্গত, আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ উপলক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল এ পুরস্কার পাচ্ছেন।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ২১ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ