Home / চাঁদপুর / নিরাপদ সড়ক দিবস উদযাপনে চাঁদপুরে ৭ দিনের কর্মসূচী
নিরাপদ সড়ক দিবস উদযাপনে চাঁদপুরে ৭ দিনের কর্মসূচী

নিরাপদ সড়ক দিবস উদযাপনে চাঁদপুরে ৭ দিনের কর্মসূচী

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরে ৭দিনব্যাপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষকে শুক্রবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক কর্ণার ফ্লাজার ৪ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৭দিনব্যাপি কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে ২২ অক্টোবর রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচীর মধ্যে থাকছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির চালকদের নিরাপদ সড়ক বিষয়ে প্রশিক্ষণ, মানববন্দন, প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলাদ মাহফিল এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন।

নিসচা সংগঠনের জেলা আহবায়ক এমএ লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মহিউদ্দিন আহম্মেদ রাসেলের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মতলব উত্তর উপজেলার নিসচার সভাপতি মো. সাখওয়াত হোসেন মুকুল ও সদস্য সচিব হাসান আল মামুন, সদস্য মো. শাহ আলম, অমিত সরকার, সুজয় চৌধুরী লিটন,নাছির উদ্দিন ভূইয়া, মোখলেছুর রহমান লিটন, রুমা সরকার, মুসাদ্দেক আল আকিব, মাহমুদা খানম, এম আই দিদার, নাহিদা সুলতানা সেতু , মো. কামরুল পাটওয়ারী , মোখলেছুর রহমান, মফিজুল ইসলাম , মো. মুসলিম মিয়াজী প্রমুখ।

সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, আগামী ৮ অক্টোবর রোববার চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়, ৯ অক্টোবর সোমবার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, ১০ অক্টোবর মঙ্গোলবার মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

১১ অক্টোবর বুধবার চাঁদপুর বাসস্যান্ডে বিভিন্ন শ্রেণির চালকদের নিরাপদ সড়ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৭ অক্টোবর শনিবার নিরাপদ সড়কের দাবীতে চাঁদপুর শহরের শপথ চত্বরে মানববন্দন। ১৮ অক্টোবর রোববার সন্ধায় নিসচার জেলা কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে চুড়ান্ত প্রস্তুতি সভা। ২২ অক্টোবর রোববার সকালে র‌্যালি ও আলোচনা সভা এবং বাদ আছর চাঁদপুর শহরের মিশন রোড শাহী জামে মসজিদে মরহুমা জাহানারা কাঞ্চনের ২৪তম মৃত্যু বার্ষিকীতে মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ।

সে সুবাদে এ কর্মসূচী পালন করতে সংগঠনের সকল সদস্যদের আহবান জানানো হয়।

এছাড়া সকল সদস্যকে নিয়মিত মাসিক চাঁদা রিসিট বই এর মাধ্যমে আদায় করতে অনুরোধ করা হয়। সংগঠনের জেলার পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা করা হবে বলে সিদ্ধতা জানানো হয়।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ এএম, ০৭ অক্টোবর, ২০১৭ শনিবার
এইউ

Leave a Reply