চাঁদপুর

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির আনন্দ ভ্রমণ

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটি নদীপথে আনন্দ ভ্রমণ করেছেন। ২৭ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ ছিল চাঁদপুর লঞ্চ ঘাট থেকে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন স্পটে। এতে সংগঠনের সদস্যরা আলোচনা, কবিতা আবৃত্তি, কৌতুক, হাঁড়ি ভাঙ্গা ও দুপুরের খাবার ও রেফেল ড্র এর পুরস্কার নিয়ে উল্লাস থাকতে দেখা গেছে।

সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় সদস্যরা নিরাপদ সড়কের পাশাপাশি নিরাপদ নদী পথের গুরাত্বারোপ করেন। এদানিং নৌ- চলাচলে দূর্ঘটনা বেড়ে চলেছে। সড়ক পথে ও নদী পথে দূর্ঘটনা কমাতে নিজ থেকেই আন্তরিক হতে হবে বলে নেতাকর্মীরা মনে করেন।

আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক রুমা সরকার ও সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলমের পরিচালনায় হাঁড়ি ভাঙ্গা ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার অর্জন করেন সংগঠনের জেলা সহ-সভাপতি মোঃ আবদুর রহমান গাজী, দ্বিতীয় পুরস্কার স্বরাট দেব ও তৃতীয় পুরস্কার অর্জন করেন শেখ আবির মহিউদ্দিন। নিরাপদ সড়ক চাই সংগঠনের আনন্দ ভবন অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ ও তার সহধর্মিণী সিগমা আহসান।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৭ ফেব্রুয়ারি ২০২১

Share