চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে সম্মেলন কক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় হিন্দুধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপুজা উদযাপনকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘পূজা হচ্ছে পবিত্রতা ও আরাধনার বিষয়। তাই চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছি। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের টহল থাকবে। আমরা চাই চাঁদপুরে একটি সুন্দর পরিবেশে পূজা উদযাপান হোক। প্রতিটি মণ্ডপে কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হবে। প্রত্যেক উপজেলাতেও কন্ট্রোলরুম রুম থাকবে।’
চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা পুলিশের মতবিনিময় সভায় পূজা উৎসবের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরাফুজ্জামান বলেছেন, ‘চাঁদপুর জেলায় ১৯৩টি পূজাম-পে এবার পূজা উৎসব হবে। এব্যাপারে আমাদের তিনটি নির্দেশনা রয়েছ, সর্বোচ্চ পরিমাণ ভলেন্টিয়ার নিয়োগ করা, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো ও এক্সিট-এনট্রি (বের-প্রবেশে) আলাদা গেট ব্যবহার করা।’
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur