হাজীগঞ্জ

‘নিরপেক্ষভাবে হতদরিদ্রের তালিকা প্রস্তুত করুন’

হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের নেতা মেজর (অব.)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, ‘বর্তমান সরকারের সময়ে যেন একটি মানুষও গৃহহীন বাস্তহারা না থাকে, সে জন্যে এখন থেকে নিরপেক্ষভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার হতদরিদ্রের নামের তালিকা প্রস্তুত করার আহবান জানান।’

শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের ই-সেন্টারে ঐচ্ছিক তহবিল থেকে ৩৭ জন হতদরিদ্রের মাঝে নগদ ১০ হাজার করে ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ২ বান করে টিন এবং ৬ হাজার টাকা করে নগদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গ্রামের যে সকল বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা রয়েছে যারা এখন পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি তাদেরকে অচিরেই ভাতার আওতায় আনতে জনপ্রতিনিধিদেরকেও নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহাবুবুল আলম মজুমদার পরিচালনায়, অনুষ্ঠান উপস্থিত ছিলেন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহাবু-উল আলম লিপন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাঈনুদ্দিন,সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মজুমদার,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুন,যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মামুন,যুগ্ন-আহবায়ক মাসুদ ইকবাল ।

আরো উপস্থিত ছিলেন শহর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন,যুবলীগ নেতা ও সাবেক শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ,যুবনেতা ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজী,শহর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল,সাধারনণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ।

প্রতিবেদক :জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৬ : ৩০ পিএম, ৫ মে ২০১৭,শুক্রবার
এজি/এইউ

Share