চাঁদপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ৪ হাজার ১শ ৭৮ জন
চাঁদপুর জেলার ৮ উপজেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে,চাঁদপুর জেলায় এ পরীক্ষায় ১৬ হাজার ৩শ ৫৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১২ হাজার ১শ ৭৫ জন। প্রায় ৮ শ’র মত স্কুল ও কলেজের শিক্ষকগণ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন।
জেলা সদরের ২০টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৪ হাজার ১শ ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া নকল ও বিধি ভঙ্গের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। চাঁদপুরে পরীক্ষাকালীন কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ দিকে জেলা সদরের হোটেল রেস্তোরাগুলোতে ছিল প্রচন্ড ভীড় । যানবাহনে শহরটি ছিল পরিপূর্ণ । সব মিলে প্রায় ৬০-৭০ থেকে হাজার মানুষের সমাগম ছিল ঐদিন চাঁদপুর জেলা সদরে ।
পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল ফোন ও সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল এবং সংশ্লিষ্ট নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করা হয়।
সহকারী শিক্ষক নিয়োগ এ পরীক্ষাকে ঘিরে জেলার সব পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আ ব দু ল গ নি
১ ১ জা নু য়া রি ২ ০ ২ ৬
এ জি