Home / জাতীয় / অর্থনীতি / চলতি অর্থবছর নিবন্ধিত করদাতা ২০ লাখে পৌঁছবে
চলতি অর্থবছর নিবন্ধিত করদাতা ২০ লাখে পৌঁছবে

চলতি অর্থবছর নিবন্ধিত করদাতা ২০ লাখে পৌঁছবে

বর্তমানে প্রতি বছর গড়ে ১১ লাখ করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিচ্ছেন। চলতি অর্থবছর শেষেই তা’ ১৮ লাখ ছাড়িয়ে ২০ লাখে পৌঁছবে ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) ঢাকার শেরে বাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘আয়কর সপ্তাহ উদ্বোধন ও সেরা করদাতা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে বর্তমান সরকারের মেয়াদেই ৫ লাখ কোটি টাকার বাজেট দেয়া হবে বলে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান ।

তিনি বলেন , এক সময় কর দিতে মানুষ ভয় পেত। তবে যে হারে করদাতা বাড়ছে, তাতে মনে হচ্ছে, মানুষের মধ্যে সে ভয় আর নেই। এখন করদাতাবান্ধব সংস্কৃতি তৈরি হয়েছে। তবে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের আরো করবান্ধব সেবার প্রতি মনোযোগী হতে হবে।

৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। তাই একজন করদাতাকে প্রতিবছর ওই সময়ের মধ্যেই কর দিতে হবে। তবে কেউ চাইলে সময় বৃদ্ধি করতে পারবেন। আয়কর সপ্তাহ করা হচ্ছে যাতে মানুষ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর দেন। দেশসেবা করতে মানুষ কর দেবেন, এটাই আমার প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এনবিআর করদাতাদের উন্নততর করসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। করদাতাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

রাজস্ব আহরণে এনবিআর কর্তৃক সৎ করদাতাদের প্রণোদনা দিতে ট্যাক্স কার্ড সংখ্যা বৃদ্ধি ও কার্ড প্রদানের ক্ষেত্রে বৈচিত্র আনা হয়েছে। অনুষ্ঠানে ২০১৬-২০১৭ করবর্ষে সেরা করদাতার স্বীকৃতি হিসেবে ১শ’৪১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেয়া হয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
এজি/ডিএইচ

Leave a Reply