জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস বৃহস্পতিবার ৬ অক্টোবর । সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে এ দিনকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার।
এবারের প্রতিপাদ্য ‘ নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব ’রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে ্
দিবসটি উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে সারা দেশে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এর আগে দিনটি ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ নামে পালন করা হতো। ২০২১ সাল থেকে এর নাম পরিবর্তন করে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশ ও দেশের বাইরে পাঁচ হাজার ৫৩২টি জায়গা থেকে জন্ম নিবন্ধন করা যায়। দেশের সব ইউনিয়ন পরিষদ কার্যালয়,পৌরসভা কার্যালয়,সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ডের পাশাপাশি বিদেশের বাংলাদেশি দূতাবাসে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়।
২০০১ সালে হাতে লিখে প্রথম নিবন্ধন শুরু হয়। ২০১০ সালে ইউনিসেফের সহযোগিতায় ডিজিটাল নিবন্ধন শুরু হয়।
আবদুল গনি
অক্টোবর ৬ , ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur