Home / সারাদেশ / ভোট দিতে ১৭ হাজার ৯শ প্রবাসীর নিবন্ধন
election

ভোট দিতে ১৭ হাজার ৯শ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯ শতাধিক বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

রবিবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইসি পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী,প্রথম পর্বে পূর্ব এশিয়া,আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করবেন।

অ্যাপ চালুর পর রবিবার রাত ৮টা পর্যন্ত এ অঞ্চলের বিভিন্ন দেশের ১৭ হাজার ৯ শ ৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩ শ ৫৫ জন এবং নারী ১ হাজার ৫ শ ৫২ জন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭ শ ৬৮ জন,জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩ শ ১১ জন ও চীনে ১ হাজার ২ শ ৮৯ জন রয়েছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসি সচিবলায়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো.রুহুল আমিন মল্লিক জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর : পূর্ব এশিয়া,আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে।

২৪ – ২৮ নভেম্বর: উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর : ইউরোপ। ৪ – ৮ ডিসেম্বর : সৌদি আরব। ৯-১৩ ডিসেম্বর : দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ -১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

২৪ নভেম্বর ২০২৫
এজি