ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৯ হাজার ৫৪২ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। আজ সোমবার দুপুর পৌনে ১টা পর্যন্ত দেশে অবস্থানরত ২৯ হাজার ৪৪ জন বাংলাদেশি ভোটার এ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী,‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৯ হাজার ৫৪২ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৮৩ হাজার ৪১৮ জন পুরুষ ভোটার ও ২৬ হাজার ১২৪ জন নারী ভোটার রয়েছেন।
প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৭৮৩ জন। এছাড়া কাতারে ৩৭ হাজার ৬ জন, মালয়েশিয়ায় ২৬ হাজার ৮১২ জন, ওমানে ২২ হাজার ৮২৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৫৪৩ জন, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ২৮ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ৪৭৯ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৬৮ জন, কুয়েতে ১২ হাজার ৮৬৪ জন, ইতালিতে ১১ হাজার ৭১৬ জন, কানাডায় ১০ হাজার ৩২৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫৮ জন ও অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৪৮৬ জন নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসস’কে বলেন, প্রবাসীদের কাছে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। আমরা দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রবাসীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এজন্য সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এই দু’দিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমরা মিটিং করছি।
তিনি আরো বলেন,‘নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের নিবন্ধন পুরোপুরি শুরু হয়েছে। ইন কান্ট্রি পোস্টাল ভোট-এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নিবন্ধন করতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো জানান, ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে খরচ পড়বে মাত্র ২২ টাকা। যেখানে প্রবাসীদের জন্য এ খরচ হবে গড়ে ৭শ টাকা। প্রকল্পের টিম লিডার বলেন, ‘প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন এখন যেভাবে চলছে, আমরা আশাবাদী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।’
সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
এ বিষয়ে ইসি’র এক বার্তায় বলা হয়,‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ, নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)-এর মাধ্যমে ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ ব্যাপারে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।
আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান, ইসি’র মাধ্যমে তাদের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইসি সচিব আরও জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার।
তিনি জানান, পাঁচ থেকে সাত দিনের জন্য যারা নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত হবেন, যেমন- পুলিশ, সেনাবাহিনী বা আনসার বাহিনীর দায়িত্বে যারা থাকবেন, তাদের নিবন্ধন পরে করা হবে। অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ প্রসঙ্গে ইসি’র এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের সঠিক ঠিকানা প্রদান করুন। এতে আরও বলা হয়, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন,সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বাসস
১৫ ডিসেম্বর ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur