Home / সারাদেশ / নিবন্ধন করেও টিকা পাননি ৮৭ লাখের বেশি মানুষ
tika

নিবন্ধন করেও টিকা পাননি ৮৭ লাখের বেশি মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন ৭ কোটি ৩৭ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে টিকার আওতায় এসেছেন ৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

টিকা পেতে সারা দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৭ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ২৪৬ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন ৭ কোটি ২৬ লাখ ৯৬ হাজার ৮১২ জন। আর পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ১০ লাখ ৮৫ হাজার ৪৩৪ জন।

দেশে এখনও পর্যন্ত টিকার একটি ডোজ পেয়েছেন মোট ৬ কোটি ৫০ লাখ ৮১ হাজার ৬৪৫ জন এবং দুই ডোজ পেয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৪৫৩ জন। সে অনুযায়ী এখনও টিকার বাইরে আছেন ৮৭ লাখ ৬০১ জন।

এদিকে রোববার সারা দেশে ৯ লাখ ৭৬ হাজার ২৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত ৯ লাখ ৩১ হাজার ৪৭৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৮৩ জন।