নিন্দপুর এম. কে আলমগীর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের কলেজের ২০২৫- ২০২৬ শিক্ষার্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
উৎসব মুখর পরিবেশে সোমবার সকালে কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সেলিম।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু, কলেজের প্রভাষক মুহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক আব্দুল কাদের, মোহাম্মদ আরিফ চৌধুরী, তাওহীদুল ইসলাম, প্রবীর মন্ডল, নাসির উদ্দিন, অসীম রায় ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন,মাহেদীন হোসেন, জেরীন আক্তার, রিমন হোসেন ও অদ্বিতী বনিক প্রমুখ। এ সময় নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ সেপ্টেম্বর ২০২৫