শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে নিদাহাস ট্রফি। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশ। ৮ই মার্চ ভারতের মুখোমুখি হবে তারা। প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের প্রত্যেকটি ম্যাচ।
নিদাহাস ট্রফি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ডি স্পোর্টস, জিটিভি, উইলো টিভি, স্কাই স্পোর্টস সহ আরো বেশ কয়েকটি চ্যানেল।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ এ.এম ৬মার্চ,২০১৮ মঙ্গলবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur