খেলাধুলা

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের পতাকায় ভুল রঙ !

শ্রীলংকার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তখন সারাবিশ্বের বাঙালির চোখ স্থির। শক্তশালী ভারতের বিপক্ষে একটু পরেই টাইগাররা নামবে। ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে সার বেঁধে দাঁড়ালো। একটু পরেই শুরু হবে জাতীয় সঙ্গীত।

গ্যালারিতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। কেননা বাংলাদেশ ও ভারত ইতোমধ্যে একটা লড়াইয়ের নাম হয়ে গেছে। বাংলাদেশ-ভারতের খেলার মধ্যেও থাকে শীতল লড়াই। শুরু হয়ে গেল জাতীয় কলম্বোর সবুজ মাঠে শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত। প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হলো। ভারতের খেলোয়াড়রা বুকে হাত দিয়ে অনুভবে শ্রবণ করছেন তাঁদের প্রিয় সঙ্গীত। এক দিকে ধরে রাখা হয়ে নীল কমলার জাতীয় পতাকা।

এবার শুরু হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের টাইগাররা বুকে হাত দিয়ে হৃদয়ে শ্রবণ করছিলেন ‘আমার সোনার বাংলা…’ ক্যামেরা ঘুরছে ধীরে ধীরে। এরপ্পরই দেখা গেল বাংলাদেশের জাতীয় পতাকা। কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার রঙ এটা কেন? গাঢ় সবুজের মাঝে উদিত সূর্য নেই, সুর্য উদিত হয়েছে প্রকট নীলের মাঝে, যেখানে সবুজ থিতিয়ে গেছে।

প্রথমে এটাকে টেলিভিশনের রঙের সমস্যা মনে করা হয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটা নিয়ে পোস্ট দেয়। তখন বোঝা যায় আসলেই তো বাংলাদেশের ভুল রঙের পতাকা প্রদর্শিত হয়েছে। কেননা সবুজ মাঠে প্রদর্শিত বাংলাদেশের পতাকার মধ্যে যেন সবুজ অনুপস্থিত।

বিষয়টি নিয়ে গতরাতে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার ঝড় বয়ে যায়। টাইগাররা ওই ম্যাচে ১৩৯ রানের স্বল্প পুঁজি নিয়ে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরে যায়। অন্যদিকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারা ভারত এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায়।( কালের কন্ঠ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১৫এ.এম ৯মার্চ,২০১৮শুক্রবার
কে এইচ

Share