নিজ নিজ দপ্তরে কর্মরত সকলকে শুদ্ধাচারে উদ্বুদ্ধ করবেন: জেলা প্রশাসক

“জাতীয় শুদ্ধাচার কৌশল” বিষয়ে উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কামরুল হাসান। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আবু ইসহাকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দীন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ড শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা, পল্লী বিদ্যুৎ শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুপরিকল্পনা মোতাবেক সরকারী প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা নিজ নিজ উদ্যোগে শুদ্ধাচারের প্রতি দায়িত্ববান হবেন। প্রতিটি দপ্তরে জাতীয় শুদ্ধাচার বিষয়টি যথাযথ প্রয়োগ ও বাস্তবায়িত হলে এদেশের জনগন স্বল্প সময়ে, বিনা হয়রানীতে কাংখিত সেবা পাবেন। তাই আপনারা নিজে এবং নিজ নিজ দপ্তরে কর্মরত সকলকে শুদ্ধাচারে উদ্বুদ্ধ করবেন। এতে দেশে ও জাতি এগিয়ে যাবে উন্নয়নের বন্দরে।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Share