চাঁদপুরের মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার) দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ এরশাদ উদ্দিন।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের ভুমিকা সবচেয়ে বেশী।আপনারা বাসা বাড়ীতে নিজ সন্তানদের যেভাবে যত্নসহকারে পাঠদান করান, ঠিক তেমনি নিজের সন্তান মনে করেই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়াবেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,লেখাপড়া শেষ না হওয়া কেউ মোবাইল ব্যবহার করবে না, মাদ্রাসায়ও কেউ মোবাইল নিয়ে আসবেনা।বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত হওয়ার কারনে রীতিমতো তাদের পড়ালেখা ধ্বংস হয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে পড়ালেখা করলে তোমরাও একদিন আমাদের মতো ডিসি,ইউএনও, প্রিন্সিপালসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তা হতে পারবে। তাই প্রতিষ্ঠানের যেন সুনাম ক্ষুন্ন না হয় সে ব্যপারে শিক্ষকদেরকে কঠোর হতে হবে।
মাদ্রাসার প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মোঃ জিয়াউল হক জিয়া।অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল হাসানাত। আলোচনা শেষে বিজীয় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৯ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur