নিজের সতীত্ব রক্ষায় বেল্টের তালার চাবি হারিয়ে বিপাকে নারী

 

অগ্নিনির্বাপণ বিভাগের কার্যালয়ে হাজির হলেন এক মধ্যবয়সী নারী। চাবি হারিয়ে ফেলা একটি তালা খুলে বা ভেঙে দেওয়ার অনুরোধ জানালেন তিনি। তালার কথা জানতে চেয়েই অগ্নিনির্বাপককর্মীরা পড়লেন বিপাকে। কারণ এটি সাধারণ কোনো তালা নয়, ওই নারীর পরে থাকা সতীত্ব রক্ষাকারী বেল্টের তালা।

গত বুধবার সকালে ইতালির ভেনেতো অঞ্চলের পাদুয়ার অগ্নিনির্বাপণ কার্যালয়ে উল্লিখিত ঘটনা ঘটে। তবে ইতালির আইন অনুযায়ী ওই নারীর পরিচয় প্রকাশ হয়নি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, নিজের সতীত্ব রক্ষায় পরিহিত বেল্টের তালার চাবি হারিয়ে ইতালীয় নারী অনন্যোপায় হয়েই তালা খোলায় অভিজ্ঞ অগ্নিনির্বাপককর্মীদের শরণাপন্ন হন। তাঁদের কাছে তালা খোলায় সহায়তা চান ওই নারী।

ইতালির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নারীর বাড়ির অবস্থান সম্পর্কে জানতে চাইলে নিজের পোশাক সরিয়ে সতীত্ব বেল্টের তালা দেখান তিনি। ঘটনার সময় ওই নারী এবং অগ্নিনির্বাপককর্মীরা উভয়েই অস্বস্তিতে পড়েন।

অগ্নিনির্বাপককর্মীদের সূত্রে জানা গেছে, বেল্টটি লোহার তৈরি এবং এর তালাও লোহার। তাঁরা বেশ দ্রুতই তালা খুলে ফেলেন।

সতীত্ব রক্ষাকারী বেল্ট পরার কারণ জানতে ওই নারীকে বিভিন্ন প্রশ্ন করেন অগ্নিনির্বাপককর্মীরা। জানতে চাওয়া হয় তাঁর বসবাসের স্থান।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা হয় ওই নারীকে জোরপূর্বক সতীত্ব বেল্ট পরানো হয় কি না। তদন্তে নিশ্চিত হওয়া যায় কেউ তাঁর ওপর জোর করেনি। ওই নারী নিশ্চিত করেন, তিনি স্বেচ্ছায় কোনো দৈহিক সম্পর্ক এড়াতেই সতীত্ব বেল্ট পড়েন। তবে হঠাৎ করেই বেল্টটির চাবি হারিয়ে ফেলেন তিনি। পরে আর ওই চাবি খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে অগ্নিনির্বাপণ কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৩৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর  

Share