Home / আন্তর্জাতিক / নিজের পিস্তলের গুলিতে বাংলাদেশি নিউইয়র্ক পুলিশের ‘আত্মহত্যা’
নিজের পিস্তলের গুলিতে বাংলাদেশি নিউইয়র্ক পুলিশের ‘আত্মহত্যা’

নিজের পিস্তলের গুলিতে বাংলাদেশি নিউইয়র্ক পুলিশের ‘আত্মহত্যা’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত এক বাংলাদেশি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে নিউইয়র্ক পুলিশে কর্মরত হেমায়েত উদ্দিন সরকার (৩৭) ‘আত্মহত্যা’ করেছেন।

স্ত্রী-সন্তানসহ কুইন্সে বাস করতেন হেমায়েত। বাসার বেসমেন্টে নিজের পিস্তল দিয়ে হেমায়েত আত্মহত্যা করেন বলা হচ্ছে। তাঁর আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিচিতজনেরা বলছেন, দাম্পত্যকলহের কারণে হেমায়েত আত্মহত্যা করে থাকতে পারেন।

হেমায়েতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা তদন্ত করছে।

সিরাজগঞ্জের ছেলে হেমায়েত ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে কাজ করে তিনি এনওয়াইপিডিতে যোগদান করেন।

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশির সংখ্যা বাড়ছে। এর মধ্যে এই সংখ্যা হাজার ছাড়িয়েছে। হেমায়েতের অস্বাভাবিক মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে হেমায়েতের জানাজা হবে। কাল মঙ্গলবার তাঁকে দাফন করা হবে।

৪ আগস্ট নিউইয়র্কে নাদিয়া আফরোজ সুমি (৩২) নামের এক বাংলাদেশি গৃহবধূ নিজ সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।(প্রথম আলো)

নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ ৫:০০ পি.এম, ১৪আগস্ট ২০১৭,সোমবার।
এ.এস

Leave a Reply