শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় সনাতনী সম্প্রদায়ের ৩৮ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান ও নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মুহাম্মদ মোশাররফ হোসেন।
২৭ সেপ্টেম্বর শনিবার সকালে তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মুহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। এসময় তিনি বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। সকলেই আমরা বাঙ্গালি। এদেশ আমাদের সকলের। সকলে মিলে মিশে সমাজ তথা দেশকে এগিয়ে নিতে চাই। আমার দলের সকল নেতাকর্মী আপনাদের এই বৃহত্তম দূর্গাৎসবে সহযোগিতা করবে। কেউ অসহযোগিতা করলে কিংবা পূজায় বাধঁা দিলে আমাকে জানাবেন। সে যেই হোক কঠোর হাতে দমন করা হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ সাহার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষন মজুমদার তাপু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন মিয়াজী, কচুয়া পৌর বিএনপির আহবায়ক মোঃ হাবিব উলাহ হাবিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, রতন কুমার ভৌমিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সাধারন সাধারন প্রিয়তোষ পোদ্দার,সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক, সহ-সভাপতি শিবু লাল সাহা, অজিত কুমার কর, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদার, গীতা স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজীব চন্দ্র শীলসহ আরো অনেকে। এ সময় কচুয়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৭ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur