Home / চাঁদপুর / নিজেদের মান-অভিমান এখনি ঝেড়ে ফেলতে হবে : মেয়র নাছির
মেয়র নাছির
চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

নিজেদের মান-অভিমান এখনি ঝেড়ে ফেলতে হবে : মেয়র নাছির

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন এক-অভিন্ন এবং ঐক্যবদ্ধ। সুতরাং আমাদের মধ্যে কারো যদি কোনো ক্ষোভ-বা মান অভিমান থাকে তা এখনি ঝেড়ে ফেলতে হবে।

১লা এপ্রিলের জনসভায় কারো কোনো মান-অভিমান বা ক্ষোভ প্রকাশ করা যাবে না। যদি করেন তবে তাদের আওয়ামী লীগ বিদ্দেশী হিসেবে চিহ্নিত করা হবে। কারণ চাঁদপুর জেলা আওয়ামী লীগ ঐক্যব্ধ এবং অত্যান্ত সু-শৃঙ্খল। ২৮ মার্চ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর চাঁদপুরের জনসভা সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ১লা এপ্রিলের জনসাভায় কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বিশৃঙ্খলা কারিরা সাবধান। আমাদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার শুধুমাত্র আওয়ামী লীগের সভানেত্রীই নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এবং দেশের প্রধানমন্ত্রী। চাঁদপুরে তিনি অনেক ভালোবাসেন। চাঁদপুরের উন্নয়নে তিনি যা করেছেন তার জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।

আশিক বিন রহিম