Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / নিখোঁজের ২২ দিনেও সন্ধান মেলেনি সুইটির : দু’পরিবারের জিডি
nikhoz-grihobodhu

নিখোঁজের ২২ দিনেও সন্ধান মেলেনি সুইটির : দু’পরিবারের জিডি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গৃহবধূ সুইটি (২১) নিখোঁজের ২২ দিন পার হয়ে গেলেও তার কোন খোঁজ পাননি পরিবার। ওই উপজেলার
পিংড়া বাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মিজান প্রধানীয়ার স্ত্রী সুইটি আক্তার (২১)।

সে গত ৩১ অক্টোবর তার স্বামীর বাড়ি থেকে আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় বলে জানিয়েছেন সুইটির শশুর বাড়ি পরিবার।

সুইটি নিখোঁজ হওয়ার বিষয়টি তার শশুর বাড়ির লোকজন ফোন করে তার বাপের বাড়িতে জানিয়েছেন।

মেয়ে নিখোঁজের খবর শুনে তারা তাৎক্ষনিক সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন। তার কোন সন্ধান না পেয়ে পরদিন ১ নভেম্বর সুইটির বড় বোন মতলব থানায় একটি সাধারণ ডায়রি করেন । যার নং- ১৯। সে নিখোঁজের ২ দিন পরে

সুইটির স্বামীর বাড়ির লোকজনও মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়রি করেন বলে জানা গেছে।

মেয়ে নিখোঁজ হওয়ায় সুইটির পরিবারের লোকজন মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে। তাদের মেয়ে কোথায় আছে, কেমন আছে বা আদো বেঁচে আছে কিনা? কোন উপায় না পেয়ে সুইটির বাবা ও বোন চাঁদপুর পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সুপার তাৎক্ষনিক বিষয়টি দেখার জন্য ওসি ডিবিকে নির্দেশ প্রদান করেন।

প্রসঙ্গত, ফরিদগঞ্জ উপজেলার বেহেরিপুর গ্রামের মোঃ হুমায়ুন কবির খানের ছোট মেয়ে সুইটি আক্তারের সাথে মতলব দক্ষিন উপজেলার পিংড়া বাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মিজান প্রধানীয়ার সাথে তিন বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়।

হঠাৎ তার এ নিখোঁজের বিষয়টি নিয়ে খুব চিন্তিত তার পরিবার।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২২ নভেম্বর ২০১৯