চাঁদপুর শহরের পুরাণবাজার মমিন বাগ এলাকায় ডাকাতিয়ার কোল ঘেঁষে গড়ে উঠা আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিউ নেশন একাডেমির বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি শনিবার সকালে বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরকার একটি উন্নয়ন ও মর্যাদাশালী রাষ্ট্র। দেশ এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষাখাতে প্রচুর উন্নয়ন করছে। তাই তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তাদেরকে দেশের যোগ্য নাগরীক হয়ে উঠতে হবে। তোমাদের হাত দরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রতিষ্ঠা পাবে। চাঁদপুরের ছেলেরা ক্রিকেট খেলে বিশ্বজয় করেছে। এটি চাঁদপুরবাসীর জন্যে অনেক গর্বের বিষয়। তাই তোমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা পরিচাল ডাঃ শেখ মোঃ হারুনুর রশিদ। ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ ফরহাদ বিন রশীদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মুকবুল আহমেদ মিয়াজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির, ম্যানিজিং কমিটির সদস্য সাইঈ আনোয়ার, আনোয়ার হোসেন মিয়াজী, রাকিবুল ইসলাম গাজী, জাকির হোসেন মিয়াজী, সুধিজনদের মধ্যে উপস্থিত ছিলেন, কবির হোসেন মুন্সি, আমিনুল ইসলাম খোকন, আলহাজ্ব আ. কাদির মাল, সাবেক কাউন্সিলর খালেদা খানম, আমিনুল ইসলাম চয়ন, ব্যাক কর্মকতা দেলোয়ার হোসেন, সির্ধার্ত বাবু, শেখ শরীফ আহমেদ, মুনকির মিয়াজী।
এসময় সহকারী প্রধান শিক্ষাক ফারহানা আক্তার, শিক্ষিকা তাসলিমা আক্তার, কুলসুমা বেগম, সুবর্ণা ঘোষ, আকলিমা আক্তার বৃষ্টি, কামরুন্নাহার কামনা, শারমিন আক্তার, সুমাইয়া আকতার, তানজিলা আক্তারসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতেরণ করা হয়। প্রতিযোগীতায় ২২টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ১৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
স্টাফ করেসপন্ডেন্ট, ২২ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur