জাতীয়

নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৪০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার

নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক। সরকারি টেলিভিশন বিটিভি এই তথ্য দিয়েছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন প্রতিবেশী দুই দেশের দুই প্রধানমন্ত্রী।

বিটিভি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে দ্বি-পাক্ষিক বৈঠকটি হতে পারে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সোয়া আটটার (স্থানীয় সময় বুধবার রাত সোয়া দশটার) দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। এর পরের দিকে সেখানে পৌঁছান নরেন্দ্র মোদি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের পাশাপাশি টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ শীর্ষক জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বিশ্বের অন্যান্য নেতাদের মতোই নিউইয়র্কে গেছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share