মীর কাশেম আলীর মামলা নিয়ে আদালত সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তার আইনজীবীরা সোমবার সকালে ক্ষমার আবেদন করেন।
কামরুলের আইনজীবী মামুন মাহবুব পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
খাদ্যমন্ত্রী দেশের বাইরে থাকায় সশরীরে উপস্থিত থাকার জন্য তিনি এক সপ্তাহ সময়ের আবেদন করেন।
৮ মার্চ মীর কাসেম আলীর মামলার আপিলের রায়ের দিনে দুই মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন দোষী সাব্যস্ত করা হবে না এ মর্মে রুল জারি করেছিলেন আদালত। রুলের জবাব দেওয়ার শেষ দিন ছিল সোমবার।
দুই মন্ত্রীকে ১৫ মার্চ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত।
নিউজ ডেস্ক : আপডেট ১২:৪০ পিএম, ১৪ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur