আমার নেতাকর্মীরা ‘না’ ভোটের পক্ষে কাজ করবে: বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের একমাত্র ইসলামিক দল, ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী চেয়ার মার্কার প্রচারনা শুরু করেন। দিনে তিনি শাহরাস্তি বাগদাদী (র:)মাজার শরীফে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উক্তর দেন। এবং বাংলাদেশ কে পুনরায় গড়ার জন্য ২৪ শের গনভোটের বিষয়ে তিনি বলেন আমরা যেহেতু মুক্তিযুদ্ধের স্বপক্ষের ৭১ স্বাধীনতা মানি। সেই ক্ষেত্রে না ভোটের পক্ষে আছি এবং আমার সকল নেতাকর্মীরা যেনো না ভোটের পক্ষে কাজ করবে।

এ ছাড়া দেশে আর কখনো কোন স্বৈরাচার সরকার গঠন না করে সেদিকেও আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো। এসময় উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি জননেতা রোটারিয়ান মুহাম্মদ জাকির হোসেন মিয়াজি, তথ্য ও গবেষণা বিষয়ক- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কেন্দ্রীয়পরিষদ জননেতা মাওলানা শেখ মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদী, কার্যনিবাহী সদস্য, কেন্দ্রীয় পরিষদ ও সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, শাহরাস্তি উপজেলা এডভোকেট মুহাম্মদ শেখ ফরিদ মজুমদার, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদ।

মাওলানা মুহাম্মদ মাসউদ হোসাইন আল আবেদী, সহ সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চাঁদপুর জেলা মাওলানা কাজি মুহাম্মদ আব্দুল হান্নান পাটওয়ারী, দপ্তর সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চাঁদপুর জেলা মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভী, সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, শাহরাস্তি উপজেলা ছাত্রনেতা মুহাম্মদ কামরুল হাসান বাবু, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চাঁদপুর জেলা, ছাত্রনেতা মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রসেনা, শাহরাস্তি উপজেলা।

বৃহত্তর সুন্নি জোট শাহরাস্তি উপজেলা নেতৃবৃন্দ- মাওলানা মুহাম্মদ জামাল আহমেদ, মুহাম্মদ আলা উদ্দিন শাহপুরী,আলহাজ্জ মুহাম্মদ হারুন বেপারি, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ আব্দুর রহিম আবেদী, ডা. মুহাম্মদ হারুনুর রশিদ পাটওয়ারী, মুহাম্মদ আব্দুল আজিজ, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৪ জানুয়ারি ২০২৬