মতলব দক্ষিণ

নায়েরগাঁও উত্তরে আড়াইশ একর ফসলি জমি হুমকির মুখে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে পানি নিষ্কাশনের ব্যবস্তা না করে রাস্তা নির্মাণ করায় প্রায় আড়াইশ একর ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে ফসলি জমি রক্ষার জন্য প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর ভুক্তভোগী দুই শতাধিক কৃষক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, নায়েরগাঁও উত্তর ইউনিয়নরে ৯নং ওয়ার্ডের আধারা, পাঁচদোনা ও মাসুন্ডা গ্রামের ২৫০ একর ফসলি জমির পানি সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি রাস্তা নির্মান করা হয়। রাস্তাটি নির্মান করায় জনগনের যাতায়াতের উপকার হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় বিভিন্ন ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ২ হাজার কৃষকের ফসল উৎপাদনে মারাত্বক ব্যাহত হবে।

এ ব্যাপারে শফিকুল ইসলামসহ ১০-১২জন ভুক্তভোগী কৃষক অভিযোগ করে বলেন, রাস্তাটি যখন নির্মান করা হয় তখন পানি নিষ্কাশনের ব্যবস্তা করার জন্য বারবার অনুরোধ জানানোর পরও তা করেনি। তাই আমাদের ফসল উৎপাদনে যেন বাধাগ্রস্থ না হয় সে ব্যাপারে দ্রæত কার্যকরি ব্যবস্থার দাবী জানাই।

ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম জানান বিষয়টি গুরত্বের সাথে দেখা হচ্ছে। কৃষকদের যাতে ফসল উৎপাদনে বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে কার্যকরী ব্যবস্তা গ্রহন করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরজমিন তদন্ত পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে কৃষকদের স্বার্থে যা করণীয় তাই করা হবে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ

Share