বলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ দিতে উঠতি নায়িকাদের বিভিন্ন রকমের প্রস্তাব দেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। আর এসব অভিযোগের প্রায় সবক্ষেত্রেই অভিযুক্ত হন প্রযোজক কিংবা পরিচালকরা। এ ক্ষেত্রে শারীরিক চাহিদাটাই বেশি থাকে। বিছানায় শয্যাসঙ্গী হওয়ার কথাই বলা হয় প্রস্তাবের মাধ্যমে।
কিন্তু যদি শোনেন কোনো উঠতি নায়ককে, কুপ্রস্তাব দিয়েছেন কোনো নারী নির্মাতা তাহলে অবাক না হয়ে পারা যায়! এক্ষেত্রে সিনেমায় সুযোগ দেওয়ার মাধ্যমে এক পরিচালক শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছেন বলিউডের উঠতি নায়ক আশিষ বিস্তকে। তিনি এমনই ঘটনার সাক্ষী বলে দাবি করেছেন। একাধিক মহিলা পরিচালক সিনেমায় সুযোগের বিনিময়ে তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছেন।
আশিষ দাবি করেন, উঠতি অভিনেতাদের লালসার শিকার বানান মহিলা পরিচালকরা। তবে কারো নাম ও পরিচয় প্রকাশ করেননি তিনি। বিখ্যাত এক পোশাক ডিজাইনারও তাকে এমন প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি আশিষের।
সেই পোশাক ডিজাইনার সরাসরি তাকে সিনেমায় সুযোগের বিনিময়ে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে তিনি সাড়া দেননি বলে জানিয়েছেন। সেই সঙ্গে তার দাবি ‘সাহাব’ ছবিতে নিজের প্রতিভার জোরেই তিনি সুযোগ পেয়েছিলেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ এ.এম, ১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur