ফরিদগঞ্জ

নাড়ির টানে মালয়েশিয়ার জেম ছুটে এসেছেন ফরিদগঞ্জে

তার নাম মোহাম্মদ জেম। বয়স ৫২ বছর। গ্রামের পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া(দঃ) ইউনিয়নের দায়চারা গ্রামে।

নাড়ির টানে শুধুর মালয়েশিয়া থেকে গ্রামের বাড়ি ছুটে এসেছেন পরিবার ও এলাকাবাসীর সাথে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে। বর্তমানে তিনি মালয়েশিয়ার স্থায়ী নাগরিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
তার সফল ব্যবসার পরিধির কারণে সরকার কর্তৃক ধার্য্যকৃত কর প্রদানে বিশেষ অবদান রাখায় মালয়েশিয়ান সরকার তাকে সম্মানসূচক সিআইপি হিসাবে পুরস্কৃত করেছেন।

মালয়েশিয়ানদের কাছে তিনি ‘দাতো শের-ই হাজী মোহাম্মদ জেম বিন আবদুল কাদের’ নামে ব্যাপক পরিচিত।
শনিবার (২৪ জুন) মোহাম্মদ জেম এর সাথে কথা বলে জানা যায়, দায়চোরা গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ জেম নিজের ভাগ্যের চাকা ঘোরাতে ১৯৯০ সালে মধ্যপাচ্যের দেশ মালেশিয়ায় পাড়ি জমান। নিজের সততা ও কঠোর পরিশ্রমের বলে আজ সেই দেশে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের একজন গর্বিত সন্তান হিসাবে পরিচিতি লাভ করেছেন।

তিনি চাঁদপুর ও ফরিদগঞ্জের জনগণকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ পিএম, ২৪ জুন ২০১৭, শনিবার strong>
ডিএইচ

Share