চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দু’আসামীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে মুকবুল হোসেন (২৭) ও লীল মিয়া । গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১২ নভেম্বর) সন্ধায় উপজেলার বহরী গ্রাম এলাকা থেকে দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুকবুল হোসেনকে আটক করে থানার এএসআই শামিম।
এছাড়া একই দিনে উত্তর দিঘলদী গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী মো.লীল মিয়াকে আটক করেছে মতলব দক্ষিণ থানার এসআই তপন চন্দ্র দাস।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী মুকবুল হোসেন ও অপর সাজাপ্রাপ্ত আসামী লীল মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
সোমবার (১৩ নভেম্বর) ওই দু’আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ৯: ০৩ এএম, ১৩ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur